হিতোপ 28:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 দুষ্টদের উন্নতি হলে লোকেরা লুকায়; তারা ধ্বংস হলে ধার্ম্মিকেরা বৃদ্ধি পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 দুষ্টদের উন্নতি হলে লোকেরা লুকায়; তারা বিনষ্ট হলে ধার্মিকেরা বৃদ্ধি পায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 দুষ্টেরা যখন ক্ষমতাসীন হয়, মানুষ তখন আড়ালে গিয়ে লুকায়, কিন্তু দুষ্টেরা যখন বিনষ্ট হয়, তখন ধার্মিকেরা সমৃদ্ধশালী হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 দুষ্ট লোকেরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে লোকে ভীতসন্ত্রন্ত হয়, কিন্তু তারা ক্ষমতাচ্যুত হলে সজ্জনের প্রভাব প্রতিপত্তি বাড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 দুষ্টদের উন্নতি হইলে লোকেরা লুকায়; তাহারা বিনষ্ট হইলে ধার্ম্মিকেরা বর্দ্ধিষ্ণু হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 যদি একজন মন্দ লোককে শাসক হিসেবে নির্বাচন করা হয় তাহলে সবাই লুকিয়ে পড়ে। কিন্তু সেই মন্দ লোক পরাজিত হলে আবার ভাল লোকের কর্ত্তৃত্ব ফিরে আসে। অধ্যায় দেখুন |