হিতোপ 27:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 মেষ শাবকেরা তোমাকে কাপড় দেবে, ছাগলেরা জমির মূল্যের মত হবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 ভেড়ার বাচ্চারা তোমাকে কাপড় দেবে, ছাগলেরা ক্ষেতের মূল্যস্বরূপ হবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তখন মেষশাবকেরা তোমার পোশাকের জোগান দেবে, ও ছাগলেরা ক্ষেতের দাম চোকাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তাহলে মেষের লোমে তোমার বস্ত্রের সংস্থান হবে, ছাগল বিক্রি করে জমি কিনতে পারবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 মেষশাবকেরা তোমাকে বস্ত্র দিবে, ছাগেরা ক্ষেত্রের মূল্যস্বরূপ হইবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তোমার মেষদের গা থেকে পশম নিয়ে পোশাক তৈরী করো। তুমি তোমার কিছু ছাগল বিক্রি করে দিয়ে কিছুটা জমি কেনো। অধ্যায় দেখুন |