হিতোপ 27:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 পাতালের ও ধ্বংসের জায়গায় তৃপ্তি নেই, মানুষের অভিলাষা তৃপ্ত হয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 পাতালের ও বিনাশ-স্থানের তৃপ্তি নেই, মানুষের চোখের তৃপ্ত হয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 মৃত্যু ও বিনাশ কখনোই তৃপ্ত হয় না, ও মানুষের চোখও হয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 মৃত্যু ও ধ্বংসের যেমন শেষ নেই, মানুষের বাসনারও তেমনি অন্ত নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 পাতালের ও বিনাশ-স্থানের তৃপ্তি নাই, মনুষ্যের চক্ষুও তৃপ্ত হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 মানুষের বাসনা কখনও পরিতৃপ্ত হয় না, একই রকম ভাবে, মৃত্যু ও ধ্বংসের স্থল তাদের কাছে ইতিমধ্যেই যা আছে তার থেকে সব সময় বেশী চায়। অধ্যায় দেখুন |