হিতোপ 27:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 জলের মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পানির মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 জল যেভাবে মুখমণ্ডল প্রতিফলিত করে, মানুষের জীবনও সেভাবে অন্তর প্রতিফলিত করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 জলে যেমন নিজের আকৃতি দেখা যায় তেমনি মানুষের অন্তরে তার নিজের প্রকৃতিই প্রতিফলিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ঠিক যে ভাবে জলের দিকে তাকালে একজন মানুষ নিজের চেহারা দেখতে পায় ঠিক সে ভাবেই একজন মানুষের মনের দিকে তাকালে তার স্বরূপ চেনা যায়। অধ্যায় দেখুন |