হিতোপ 27:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে; যে নিজের প্রভুর সেবা করে, সে সম্মানিত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে; যে তার প্রভুর সেবা করে, সে সম্মানিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যে ডুমুর গাছ পাহারা দেয় সে তার ফল খাবে, যারা তাদের প্রভুকে রক্ষা করে তারা সম্মানিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ডুমুর গাছের যত্ন যে করে সে তার ফল ভোগ করে যে ভৃত্য মনিবের সেবাযত্ন করে সে সম্মানিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যে ডুমুর গাছ রাখে, সে তাহার ফল খাইবে; যে আপন প্রভুর সেবা করে, সে সম্মানিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যে মানুষ ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফলও ভোগ করে। এইভাবেই, যে ব্যক্তি তার প্রভুর সেবা করে, সে তার জন্য পুরস্কৃত হবে। তার মনিব তার দেখাশোনার ভার নেন। অধ্যায় দেখুন |