Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 26:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 যে জন পথে যেতে যেতে নিজের সঙ্গে সম্পর্কবিহীন বিবাদে রুষ্ট হয়, সে কুকুরের কান ধরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 যে জন পথে যেতে যেতে অন্যের ঝগড়ায় নাক গলায়, সে কুকুরের কান ধরে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 যে অন্যদের বিবাদে নাক গলায় সে এমন একজনের মতো যে কান ধরে দলছুট কুকুরকে পাকড়াও করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 রাস্তার কুকুরের কান ধরে টানা যেমন বোকামি অন্যের ঝগড়ায় মাথা গলানোও ঠিক তেমনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 যে জন পথে যাইতে যাইতে আপনার অসম্পর্কীয় বিবাদে রুষ্ট হয়, সে কুকুরের কাণ ধরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 দুজন মানুষের ঝগড়ার মাঝখানে নাক গলাতে যাওয়া বিপজ্জনক। ওটি পাশ দিয়ে চলে যাওয়া একটি কুকুরের কান ধরে টানার মতো ব্যাপার।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 26:17
7 ক্রস রেফারেন্স  

বিবাদ থেকে সরে যাওয়া যে কোনো লোকের গৌরব; কিন্তু প্রত্যেক নির্বোধ তর্কের মধ্যে পড়ে।


কিন্তু তিনি তাকে বললেন, “তোমাদের উপরে বিচারকর্ত্তা বা বিভাগ কর্তা করে আমাকে কে নিযুক্ত করেছে?”


নির্বোধের ঠোঁট বিবাদ সঙ্গে করে আনে এবং তার মুখ প্রহারকে আহ্বান করে।


খারাপ লোক শুধু বিদ্রোহের চেষ্টা করে, অতএব তার বিরুদ্ধে নিষ্ঠুর দূত পাঠানো হবে।


অকারণে কোন লোকের সঙ্গে ঝগড়া কোরো না, যদি সে তোমার ক্ষতি না করে থাকে।


পাগললোকের মত যে জ্বলন্ত তির ছোঁড়ে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন