হিতোপ 25:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 দীর্ঘসহিষ্ণুতার মাধ্যমে শাসনকর্ত্তা প্ররোচিত হন এবং কোমল জিহ্বা হাড় ভেঙে দেয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 দীর্ঘসহিষ্ণুতা দ্বারা শাসনকর্তা প্ররোচিত হন, এবং কোমল জিহ্বা অস্থি ভগ্ন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 ধৈর্যের মাধ্যমে শাসককে প্ররোচিত করা যায়, ও অমায়িক জিভ অস্থি ভেঙে দিতে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 ধৈর্য ও সহিষ্ণুতা দিয়ে প্রবল বাধা অপসারণ করাযায় বিনীত বচনে জয় করা যায় কঠোর শাসকেরও মন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 দীর্ঘসহিষ্ণুতা দ্বারা শাসনকর্ত্তা প্ররোচিত হন, এবং কোমল জিহ্বা অস্থি ভগ্ন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তুমি যদি কাউকে ধৈর্য্য সহকারে কোন ব্যাপারে বোঝাতে পারো তাহলে রাজারও মত পরিবর্তন করানো যায়। শান্তভাবে কথা বলার ক্ষমতা খুব শক্তিশালী। অধ্যায় দেখুন |