হিতোপ 24:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 অকারণে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষী হয়ো না; এবং তুমি কি ঠোঁটের দ্বারা প্রতারণা কর না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 অকারণে তোমার প্রতিবেশীর বিপক্ষে সাক্ষী হয়ো না; তুমি কি কথার মধ্য দিয়ে প্রতারণা করতে চাও? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 অকারণে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ো না— বিপথে চালিত করার জন্য তুমি কি তোমার ঠোঁট ব্যবহার করবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তোমার প্রতিবেশীর বিরুদ্ধে অকারণে সাক্ষ্য দিও না, অপযশ করো না তার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 অকারণে তোমার প্রতিবাসীর বিপক্ষে সাক্ষী হইও না; তুমি কি ওষ্ঠ দ্বারা প্রতারণা করিতে চাহ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 প্রকৃত কারণ না থাকলে কোন লোকের বিরুদ্ধে কথা বলো না। আর কখনও মিথ্যা কথা বোলো না। অধ্যায় দেখুন |