হিতোপ 24:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 যে দুষ্টকে বলে, “তুমি ধার্মিক,” লোকদের দ্বারা অভিশপ্ত এবং জাতির দ্বারা ঘৃণিত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 যে দুষ্টকে বলে, তুমি ধার্মিক, জাতিরা তাকে বদদোয়া দেবে, লোকবৃন্দ তাকে ঘৃণা করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 যে অপরাধীদের বলে, “তুমি নির্দোষ,” সে লোকজনের দ্বারা অভিশপ্ত হবে ও জাতিদের দ্বারা নিন্দিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 যে দোষী ব্যক্তিকে নির্দোষ, সাব্যস্ত করে, জাতিধর্ম নির্বিশেষে সে হবে সকলেরই অভিশাপ ও ঘৃণার পাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 যে দুষ্টকে বলে, তুমি ধার্ম্মিক, জাতিগণ তাহাকে শাপ দিবে, লোকবৃন্দ তাহাকে ঘৃণা করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 একজন দুষ্ট ব্যক্তিকে যদি বিচারক নির্দোষ বলে সাব্যস্ত করেন তাহলে লোকরা সেই বিচারককে অভিশাপ দেবে। এমনকি অন্য দেশের লোকরাও ঐ বিচারকের বিরুদ্ধে কথা বলবে। অধ্যায় দেখুন |