হিতোপ 24:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 আমার পুত্র, সদাপ্রভুকে ভয় কর এবং রাজাকে ভয় কর, যারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের সঙ্গে যোগ দিও না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 হে বৎস, মাবুদকে ভয় কর এবং বাদশাহ্কেও ভয় কর, পরিবর্তনপ্রিয় লোকদের সঙ্গে যোগ দিও না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 হে আমার বাছা, সদাপ্রভুকে ও রাজাকেও ভয় করো, ও বিদ্রোহী কর্মকর্তাদের দলে যোগ দিয়ো না, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 বৎস, পরমেশ্বরকে সম্ভ্রম কর, রাজাকে কর সম্মান। তাঁদের বিরুদ্ধে বিদ্রোহ করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 ভয় কর সদাপ্রভুকে, হে বৎস, এবং রাজাকেও কর, পরিবর্ত্তনপ্রিয় লোকদের সঙ্গে যোগ দিও না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 পুত্র, রাজা এবং প্রভুকে সম্মান কোরো। যারা রাজা ও প্রভুর বিরুদ্ধে তাদের সঙ্গে যুক্ত হয়ো না। অধ্যায় দেখুন |