হিতোপ 23:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 ধনী হতে খুব কঠিন কাজ কোরো না, তোমার নিজের বুদ্ধি হতে থেমে যাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 ধন সঞ্চয় করতে অতিশয় যত্ন করো না, তোমার নিজের বুদ্ধি থেকে ক্ষান্ত হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ধনসম্পত্তি অর্জনের জন্য নিজেকে অবসন্ন করে তুলো না; নিজের চালাকির উপরে ভরসা কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 বুদ্ধিপূর্বক চল, অর্থ উপার্জনের জন্য নিজেকে ক্ষয়করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ধনী হতে গিয়ে স্বাস্থ্য ক্ষয়় কোরো না। যদি তুমি জ্ঞানী হও তাহলে তুমি খুব ধৈর্য্যশীল হবে। অধ্যায় দেখুন |