হিতোপ 23:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 কারণ মাতাল ও পেটুকের অভাব ঘটে এবং তন্দ্রা তাদেরকে নেকড়া পরায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে, এবং ঢুলু ঢুলু ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 কারণ মদ্যপ ও পেটুকেরা দরিদ্র হয়ে যায়, ও তন্দ্রাচ্ছন্নভাব তাদের ছেঁড়া জামাকাপড় পরিয়ে ছাড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 কারণ মদ্যপ ও পেটুকদের দারিদ্র্য অনিবার্য, নেশাগ্রস্ত ব্যক্তির জীর্ণ বস্ত্রই হবে পরিধেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে, এবং ঢুলু ঢুলু ভাব মনুষকে নেক্ড়া পরায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 যে অতিরিক্ত খাবার খায় এবং দ্রাক্ষারস পান করে সে দরিদ্রে পরিণত হবে। তারা খায়-দায় আর ঘুমোয় এবং শীঘ্রই তাদের যাবতীয় সব কিছু খোয়া যায়। অধ্যায় দেখুন |