হিতোপ 23:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তোমার মন পাপীদের প্রতি হিংসা না করুক, কিন্তু তুমি সমস্ত দিন সদাপ্রভুর ভয়ে থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তোমার মন গুনাহ্গারদের প্রতি ঈর্ষা না করুক, কিন্তু তুমি সমস্ত দিন মাবুদের ভয়ে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তোমার হৃদয় যেন পাপীদের হিংসা না করে, কিন্তু সবর্দা তুমি সদাপ্রভুকে ভয় করার জন্য তৎপর থেকো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 পাপাচারী লোকদের সমৃদ্ধিদেখে ঈর্ষান্বিত হয়ো না, তুমি সারাজীবন প্রভুকে সম্ভ্রম করে চল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তোমার মন পাপীদের প্রতি ঈর্ষা না করুক, কিন্তু তুমি সমস্ত দিন সদাপ্রভুর ভয়ে থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 দুর্জনের প্রতি ঈর্ষা কোরো না। কিন্তু সর্বদা চেষ্টা করো যাতে প্রভুকে সম্মান জানানো যায়। অধ্যায় দেখুন |