হিতোপ 22:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 যে বিশুদ্ধ হৃদয় ভালবাসে এবং যার কথায় অনুগ্রহ থাকে, সে রাজার বন্ধু হন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 যে হৃদয়ের পাক-পবিত্রতা ভালবাসে, তার ওষ্ঠে রহমত থাকে, বাদশাহ্ তার বন্ধু হন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 যে বিশুদ্ধ হৃদয় ভালোবাসে ও যে অনুগ্রহকারী কথাবার্তা বলে সে রাজাকে বন্ধু রূপে পায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 যে অন্তরের শুচিতা ভালবাসে, যার কথাবার্তা মধুর, রাজা হবেন তার বন্ধু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 যে হৃদয়ের শুচিতা ভালবাসে, তাহার ওষ্ঠে অনুগ্রহ থাকে, রাজা তাহার বন্ধু হন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 যদি তুমি একটি খাঁটি হৃদয় ভালবাস, যদি তোমার বাণী হয় মার্জিত, তাহলে রাজাও তোমার বন্ধু হবে। অধ্যায় দেখুন |