হিতোপ 21:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 অলসের অভিলাষ তাকে মেরে ফেলে, কারণ তার হাত কাজ করতে অসন্মত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 অলসের অভিলাষ তাকে মৃত্যুসাৎ করে, কেননা তার হাত পরিশ্রম করতে অসম্মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 অলসের তীব্র আকাঙ্ক্ষা তার মৃত্যু ডেকে আনে, কারণ তার হাত দুটি কাজ করতে অস্বীকার করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 শ্রমবিমুখ অলস ব্যক্তি নিজের ধ্বংস ডেকে আনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 অলসের অভিলাষ তাহাকে মৃত্যুসাৎ করে, কেননা তাহার হস্ত শ্রম করিতে অসম্মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 একজন অলস ব্যক্তির অতিরিক্ত দাবী তার ধ্বংসের কারণ হয়। তার যা করা দরকার তা করতে অস্বীকার করায় অলস ব্যক্তি নিজেকে ধ্বংস করে। অধ্যায় দেখুন |