হিতোপ 21:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 গোপন দান রাগ শান্ত করে এবং গোপনভাবে দেওয়া উপহার শান্ত করে প্রচন্ড ক্রোধ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 গুপ্ত দান ক্রোধ শান্ত করে, আর বক্ষঃস্থলে দেওয়া উপঢৌকন প্রচণ্ড ক্রোধ শান্ত করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 গোপনে দত্ত উপহার ক্রোধ প্রশমিত করে, ও আলখাল্লার নিচে লুকিয়ে রাখা ঘুস প্রচণ্ড ক্রোধ শান্ত করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কেউ যদি তোমার উপর ক্রুদ্ধ হয় তাহলে সবার অলক্ষ্যে তাকে কিছু উপহার দিলে সে শান্ত হবে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 গুপ্ত দান শান্ত করে ক্রোধ, আর বক্ষঃস্থলে দত্ত উপঢৌকন শান্ত করে প্রচণ্ড ক্রোধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কেউ যদি তোমার ওপর রেগে থাকে তাহলে তাকে গোপন একটা উপহার পাঠাও। গোপনে দেওয়া উপহার প্রকট ক্রোধকে প্রশমিত করে। অধ্যায় দেখুন |