Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 18:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যে ব্যক্তি নিজের কাজে অলস, সে বিনাশকের ভাই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 যে ব্যক্তি তার কাজে অলস, সে বিনাশকের সহোদর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যে তার কাজে শিথিল সে বিনাশকারীর সহোদর ভাই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 অলস ব্যক্তি ধ্বংসকারীদের সমগোত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যে ব্যক্তি আপন কার্য্যে অলস, সে বিনাশকের সহোদর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 কুকর্মে যে লিপ্ত থাকে তার সঙ্গে বিনাশকারীর কোন পার্থক্য নেই।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 18:9
12 ক্রস রেফারেন্স  

যে অলস হাতে কাজ করে, সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে।


আমরা চাই না যে তোমরা অলস হও, কিন্তু যারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতার কারণে নিয়ম সমূহের অধিকারী, তাদের মতো হও।


যত্নে শিথিল হও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর সেবা কর, যে আশা রয়েছে তাতে আনন্দ কর,


কিন্তু তার মালিক উত্তর করে তাকে বললেন, “দুষ্টু অলস দাস, তুমি নাকি জানতে, আমি যেখানে বুনিনা, সেখানে কাটি এবং যেখানে ছড়াই না, সেখানে কুড়াই?


যে বাবা মায়ের ধন চুরি করে বলে, এ তো অধর্ম্ম নয়, সে ব্যক্তি ধ্বংসের পাত্র।


আমি শিয়ালের ভাই, উঠ পাখিদের সঙ্গী হয়ে গেছি।


পরচর্চাকারীর কথা সুস্বাদু এক টুকরো খাবারের মতো, তা দেহের ভিতরে নেমে যায়।


অলসতা গভীর ঘুমে নিক্ষেপ করে কিন্তু যে কাজ করতে চায় না সে ক্ষুধার্ত হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন