হিতোপ 18:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 যে প্রথমে নিজের ঘটনা সমর্থন করে, তাকে ধার্মিক মনে হয়; শেষ পর্যন্ত তার প্রতিবাসী আসে এবং তার পরীক্ষা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 যে প্রথমে নিজের পক্ষ সমর্থন করে, তাকে ধার্মিক বোধ হয়; কিন্তু তার প্রতিবেশী এসে তার পরীক্ষা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 মামলা-মকদ্দমায় যে প্রথমে কথা বলে তাকেই ততক্ষণ ঠিক বলে মনে করা হয়, যতক্ষণ না অন্য কেউ এগিয়ে আসে ও তাকে জেরা করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আদালতে প্রথমে যে বক্তব্য রাখে, মনে হয় তার কথাই ঠিক। যতক্ষণ না প্রতিপক্ষ না তাকে জেরা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যে প্রথমে নিজ পক্ষ সমর্থন করে, তাহাকে ধার্ম্মিক বোধ হয়; কিন্তু তাহার প্রতিবাসী আসিয়া তাহার পরীক্ষা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 প্রথম ব্যক্তির মামলা ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ না তাকে দ্বিতীয় ব্যক্তি পাল্টা প্রশ্ন করে। অধ্যায় দেখুন |