হিতোপ 17:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 একজন লোক যার কোনো জ্ঞান নেই সে প্রতিশ্রুতির বন্ধন তৈরী করে এবং তার প্রতিবেশীর ঋণের জন্য দায়ী হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 হীনবুদ্ধি হাতে হাত তালি দেয়, প্রতিবেশীর কাছে জামিন হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 বুদ্ধি-বিবেচনাহীন মানুষ জামিনদার হয়ে হাতে হাত মিলায় ও প্রতিবেশীর হয়ে বন্ধক রাখে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 বুদ্ধিহীন লোকই অন্যের দেনা শোধের প্রতিশ্রুতি দেয়, সকলের সামনে তার জামিন হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 হীনবুদ্ধি হস্তে হস্ত তালী দেয়, প্রতিবাসীর কাছে জামিন হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 একমাত্র বোকারাই অন্য লোকের বিবাদের দায়িত্ব নেয়। অধ্যায় দেখুন |