হিতোপ 17:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 দ্বন্দ্বযুক্ত ভোজে পরিপূর্ণ বাড়ির থেকে শান্তিযুক্ত এক শুকনো রুটির টুকরোও ভাল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 শান্তিযুক্ত একটি শুকনো গ্রাসও ভাল, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ বাড়ি ভাল নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 যে ভোজবাড়িতে শত্রুতার পরিবেশ আছে সেখানকার চেয়ে শান্তি ও নিরূপদ্রব পরিবেশে এক মুঠি শুকনো খাবার ও ভালো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 কলহমুখর বাড়ির ভোজের চেয়ে শান্তিতে এক মুঠো শাকান্নও ভাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 শান্তিযুক্ত এক শুষ্ক গ্রাসও ভাল, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ গৃহ ভাল নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 অশান্তির মধ্যে ঘরভর্ত্তি খাবারের চেয়ে শান্তির মধ্যে একটুকরো শুকনো রুটি খাওয়া অনেক ভাল। অধ্যায় দেখুন |