হিতোপ 16:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 সুন্দর শব্দ হল মৌচাক; তা প্রাণের জন্যে মিষ্টি, হাড়ের জন্যে স্বাস্থ্যকর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 মনোহর কালাম মৌচাকের মত; তা প্রাণের পক্ষে মধুর, দেহের পক্ষে স্বাস্থ্যকর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 সহৃদয় কথাবার্তা মৌচাকের মতো, তা প্রাণের পক্ষে মিষ্টিমধুর ও অস্থির পক্ষে আরোগ্যদায়ক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 মনোহর কথা মধুর মত, মনকে করে তৃপ্ত, দেহে আনে সজীবতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 মনোহর বাক্য মৌচাকের ন্যায়; তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 দয়ালু কথাবার্তা সব সময়ই মধুর মত মিষ্টি। দয়ালু কথাবার্তা গ্রহণযোগ্য ও স্বাস্থ্যের পক্ষে ভালো। অধ্যায় দেখুন |