হিতোপ 15:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে, কিন্তু মানসিক যন্ত্রণায় আত্মা ভেঙে যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে, কিন্তু মনের ব্যথায় রূহ্ ভগ্ন হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আনন্দিত অন্তর মুখকে প্রসন্ন করে তোলে, কিন্তু মানসিক যন্ত্রণা আত্মাকে পিষে ফেলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 মনে আনন্দে থাকলে মুখ প্রফুল্ল দেখায়, কিন্তু হৃদয়ের বেদনা মুখেই ফুটে ওঠে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে, কিন্তু মনের ব্যথায় আত্মা ভগ্ন হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 সুখী ব্যক্তির মুখে আনন্দের চিহ্ন লেগে থাকে। কিন্তু যদি কেউ হৃদয়ে দুঃখী হয় তাহলে আত্মাও দুঃখকেই প্রকাশ করে। অধ্যায় দেখুন |