হিতোপ 14:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 সদাপ্রভুর ভয় দৃঢ় আত্মবিশ্বাস; তাঁর সন্তানরা আশ্রয় স্থান পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 মাবুদের ভয় দৃঢ় বিশ্বাসভূমি; তাঁর সন্তানরা আশ্রয় স্থান পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 যারা সদাপ্রভুকে ভয় করে তাদের কাছে এক নিরাপদ দুর্গ আছে, ও তাদের সন্তানদের জন্যও তা এক আশ্রয়স্থান হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 ঈশ্বরের প্রতি সম্ভ্রমবোধ মানুষকে দেয় আস্থা ও নিরাপত্তা, তার সন্তানেরাও তারই মাঝে লাভ করে আশ্রয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 সদাপ্রভুর ভয় দৃঢ় বিশ্বাসভূমি; তাঁহার সন্তানগণ আশ্রয় স্থান পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 যে প্রভুকে সম্মান করে সে সুরক্ষা পায় এবং তার সন্তানরাও নিরাপদ থাকে। অধ্যায় দেখুন |