হিতোপ 14:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 যে প্রতিবেশীকে অবজ্ঞা করে, সে পাপ করে; কিন্তু যে গরিবদের প্রতি দয়া করে, সে সুখী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যে প্রতিবেশীকে তুচ্ছ করে, সে গুনাহ্ করে; কিন্তু যে দীনহীনদের প্রতি দয়া করে, সে সুখী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 প্রতিবেশীকে অবজ্ঞা করা হল পাপ, কিন্তু ধন্য সেই জন যে অভাবগ্রস্তদের প্রতি দয়া দেখায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 প্রতিবেশীকে যে ঘৃণা করে সে পাপী, দীন-দুঃখীকে যে দয়া করে সে-ই ধন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যে প্রতিবাসীকে তুচ্ছ করে, সে পাপ করে; কিন্তু যে দীনহীনদের প্রতি দয়া করে, সে ধন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তোমার প্রতিবেশীদের ঘৃণা করো না। যদি সুখী হতে চাও তাহলে দরিদ্রদের প্রতি সদয় থাকো। অধ্যায় দেখুন |