হিতোপ 13:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 বিপর্যয় পাপীদের পরে দৌড়ায়; কিন্তু ধার্ম্মিকদেরকে ভালোর পুরষ্কার দেওয়া হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 অমঙ্গল গুনাহ্গারদের পিছনে পিছনে দৌড়ায়; কিন্তু ধার্মিকদেরকে মঙ্গলরূপ পুরস্কার দেওয়া হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 বিপত্তি পাপীর পশ্চাদ্ধাবন করে, কিন্তু ধার্মিককে মঙ্গল দিয়ে পুরস্কৃত করা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 অমঙ্গল পাপীদের তাড়া করে ফেরে, কিন্তু মঙ্গলই ধার্মিকের পুরস্কার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 অমঙ্গল পাপীদের পশ্চাতে পশ্চাতে দৌড়ে; কিন্তু ধার্ম্মিকদিগকে মঙ্গলরূপ পুরস্কার দত্ত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 দুঃখ দুর্দশা পাপীদের তাড়া করে বেড়ায়, কিন্তু ভালো লোকদের জীবনে ভাল ঘটনাই ঘটে। অধ্যায় দেখুন |