হিতোপ 11:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে; কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে; কিন্তু যে ধার্মিকতার বীজ বোনে, সে সত্য বেতন পায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 দুষ্টলোক অসৎ প্রতারণাপূর্ণ বেতন উপার্জন করে, কিন্তু যে ধার্মিকতা বোনে সে নিশ্চিত প্রতিদান কাটে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 অসৎ উপায়ে অর্জিত ধন থাকে না, ন্যায় পথে উপার্জিত অর্থ আশীর্বাদযুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 দুষ্ট মিথ্যা বেতন উপার্জ্জন করে; কিন্তু যে ধার্ম্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 দুষ্ট লোক অপরকে প্রতারিত করে তাদের সম্পত্তি কেড়ে নেয়। কিন্তু যে সব লোকরা ধর্মসঙ্গত কাজকর্ম করে তারা অবশ্যই পুরস্কার লাভ করবে। অধ্যায় দেখুন |