হিতোপ 10:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 ধার্ম্মিকের মুখ প্রজ্ঞার ফলে ফলবান্; কিন্তু বিপথগামীদের জিভ কাটা যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 ধার্মিকের মুখ প্রজ্ঞার ফলে ফলবান; কিন্তু কুটিল জিহ্বা কেটে ফেলা যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 ধার্মিকের মুখ থেকে প্রজ্ঞার ফল বেরিয়ে আসে, কিন্তু বিকৃত জিভকে নিরুত্তর করে দেওয়া হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 ধার্মিকের মুখ থেকে নিঃসৃত হয় প্রজ্ঞার বাণী, কিন্তু কুটিলের কন্ঠ রুদ্ধ হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 ধার্ম্মিকের মুখ প্রজ্ঞা-ফলে ফলবান; কিন্তু কুটিল জিহ্বা ছেদন করা যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 ভালো লোকদের কথাগুলো জ্ঞানগর্ভ। কিন্তু যে ব্যক্তির উপদেশ বিপদ ডেকে আনে তার কথা কেউ শুনবে না। অধ্যায় দেখুন |