হিতোপ 10:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 যে শাসন মানে, সে জীবন পথে চলে; কিন্তু যে অনুযোগ মানেনা, সে পথভ্রষ্ট হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 যে শাসন মানে, সে জীবন-পথে চলে; কিন্তু যে তিরস্কার ত্যাগ করে, সে ভ্রান্ত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 যে কেউ শৃঙ্খলা মানে সে জীবনের পথ দেখায়, কিন্তু যে কেউ সংশোধন উপেক্ষা করে সে অন্যদের বিপথে পরিচালিত করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সংশোধন যে মানে সে জীবনের পথে চলে, কিন্তু যে অনুযোগ অগ্রাহ্য করে সে হয় বিপথগামী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যে শাসন মানে, সে জীবন-পথে চলে; কিন্তু যে অনুযোগ ত্যাগ করে, সে ভ্রান্ত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 যে ব্যক্তি তার শাস্তি থেকে শিক্ষা নেয় সে অন্যদের বাঁচতে সাহায্য করতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের শাস্তি থেকে অন্য কোনো শিক্ষা নেয় না সে অন্যদের ভুল পথে পরিচালিত করে। অধ্যায় দেখুন |