হিতোপ 10:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 জ্ঞানবানের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু বুদ্ধিবিহীনের পেছনে দন্ড রয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু বুদ্ধিবিহীনের পিঠের জন্য দণ্ড রয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 বিচক্ষণ লোকের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু যার কোনও বোধবুদ্ধি নেই তার পিঠের জন্য লাঠি রাখা থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 বুদ্ধিমানের মুখে থাকে জ্ঞানের কথা কিন্তু মূর্খের জন্য আছে দণ্ড। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু বুদ্ধিবিহীনের পৃষ্ঠের জন্য দণ্ড রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 বুদ্ধিমান লোকদের বক্তৃতা থেকে লোকরা জ্ঞান আহরণ করতে পারে। কিন্তু যে লোকরা বোকার মত কথা বলে তারা তাদের শাস্তি দেয়। অধ্যায় দেখুন |