সখরিয় 11:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 সদাপ্রভু আমার ঈশ্বর বলছেন, “হত্যা করবার জন্য যে ভেড়ার পাল ঠিক হয়েছে সেই পাল চরাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমার আল্লাহ্ মাবুদ এই কথা বললেন, তুমি জবেহ্ হবার জন্য যে মেষের পাল ঠিক হয়ে আছে তাদের চরাও; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন যে মেষপাল বধ করার জন্য ঠিক হয়ে আছে তুমি সেই পাল চরাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা: হননের জন্য নির্দিষ্ট এই মেষপালের পালক হও তুমি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি এই বধ্য মেষপাল চরাও; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভু আমার ঈশ্বর এই কথাগুলি বলেন, “যে মেষগুলিকে হত্যা করবার জন্য পালন করা হচ্ছে তাদের যত্ন নাও। অধ্যায় দেখুন |