লেবীয় পুস্তক 8:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 সদাপ্রভু মোশির মাধ্যমে যেমন আদেশ করেছিলেন, হারোণ ও তাঁর ছেলেরা সে সবই পালন করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 মাবুদ মূসার মধ্য দিয়ে যেরকম হুকুম করেছিলেন হারুন ও তাঁর পুত্ররা সেসবই পালন করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 সুতরাং মোশির মাধ্যমে সদাপ্রভুর আদেশ অনুযায়ী হারোণ ও তাঁর ছেলেরা সকল কাজ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে হারোণ ও তাঁর পুত্রেরা সমস্ত কাজ সমাধা করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, হারোণ ও তাঁহার পুত্রগণ সে সমস্তই পালন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 তাই হারোণ ও তার পুত্ররা প্রভু মোশিকে যা যা করতে আজ্ঞা দিয়েছিলেন সেসবই করল। অধ্যায় দেখুন |