লেবীয় পুস্তক 8:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পরে তিনি দ্বিতীয় মেষ অর্থাৎ উত্সর্গ করার জন্য মেষটি আনলেন এবং হারোণ ও তাঁর ছেলেরা ঐ মেষের মাথায় হাত বাড়িয়ে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে তিনি দ্বিতীয় ভেড়া, অর্থাৎ অভিষেকের ভেড়াটি আনলেন এবং হারুন ও তাঁর পুত্ররা ঐ ভেড়ার মাথায় হাত রাখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এরপর অভিষেকের জন্যে তিনি অন্য একটি মেষ রাখলেন, এবং হারোণ ও তাঁর ছেলেরা সেটির মাথায় হাত রাখলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 পরে তিনি দ্বিতীয় মেষটি অর্থাৎ পৌরোহিত্যের পদে বরণ উপলক্ষে বলির জন্য নির্দিষ্ট মেষটি উপস্থিত করলেন। হারোণ ও তাঁর পুত্রেরা সেটির মাথায় হাত রাখলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে তিনি দ্বিতীয় মেষ অর্থাৎ হস্তপূরণার্থক মেষটী আনিলেন; এবং হারোণ ও তাঁহার পুত্রগণ ঐ মেষের মস্তকে হস্তার্পণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 তারপর মোশি অন্য পুরুষ মেষটিকে নিয়ে এল। হারোণ আর তার পুত্রদের যাজক হিসাবে নির্দিষ্ট করার জন্যই এই পুরুষ মেষটি ব্যবহার করা হয়েছিল। তারা এই পুরুষ মেষটির মাথায় তাদের হাত রেখেছিল। অধ্যায় দেখুন |