লেবীয় পুস্তক 6:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 যাজকদের মধ্যে সব পুরুষ তা খেতে পারবে; তা অতি পবিত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 ইমামদের মধ্যে সমস্ত পুরুষ তা ভোজন করতে পারবে; তা অতি পবিত্র। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 যাজকের পরিবারের যে কোনো পুরুষ এই খাদ্য ভোজন করতে পারে; এটি অত্যন্ত পবিত্র। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 পুরোহিত পরিবারের পুরুষেরাই শুধু তা খেতে পারবে, কারণ সেটি মহাপবিত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 যাজকদের মধ্যে সমস্ত পুরুষ তাহা ভোজন করিতে পারিবে; তাহা অতি পবিত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 “যাজক পরিবারের যে কোন পুরুষ পাপ মোচনের নৈবেদ্য খেতে পারবে; এটা খুবই পবিত্র। অধ্যায় দেখুন |