লেবীয় পুস্তক 26:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর তোমরা নিজেদের শত্রুদেরকে তাড়িয়ে দেবে ও তারা তোমাদের সামনেই তলোয়ারের সামনে পড়বে অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর তোমরা তোমাদের দুশমনদেরকে তাড়িয়ে দেবে ও তারা তোমাদের সম্মুখে তলোয়ারের আঘাতে মারা পড়বে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তোমরা শত্রুদের তাড়া করবে ও তোমাদের সামনে তারা তরোয়াল দ্বারা পতিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তোমরা তোমাদের শত্রুদের বিতাড়িত করবে, তোমাদের সঙ্গে যুদ্ধে তারা নিহত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর তোমরা আপনাদের শত্রুগণকে তাড়াইয়া দিবে, ও তাহারা তোমাদের সম্মুখে খড়েগ পতিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “তোমরা তোমাদের শত্রুদের তাড়া করে পরাজিত করবে এবং তরবারি দিয়ে তাদের হত্যা করবে। অধ্যায় দেখুন |