লেবীয় পুস্তক 25:50 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী50 তাতে তার বিক্রয় বছর থেকে যোবেল বছর পর্যন্ত ক্রেতার সঙ্গে হিসাব হলে বছরের সংখ্যা অনুসারে তার মূল্য হবে; ওর কাছে তার থাকবার দিন বেতনজীবী দিনের র মত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 তাতে তার বিক্রি-বছর থেকে জুবিলী বছর পর্যন্ত ক্রেতার সঙ্গে হিসাব হলে বছরের সংখ্যা অনুসারে তার মূল্য হবে; ওর কাছে তার থাকবার সময় বেতনজীবীর দিনের মত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 বিক্রি করার বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সে ও তার ক্রেতা সময় গণনা করবে। বছরগুলির সংখ্যা সাপেক্ষে বেতনজীবী মানুষের প্রতি বেতন দেওয়ার হারের ভিত্তিতে তার মুক্তির মূল্য ধার্য হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 তখন তার বিক্রির বছর থেকে জুবিলির বছর পর্যন্ত হিসাব করে ক্রেতার সঙ্গে তার মূল্য স্থির করতে হবে। ক্রেতার কাছে সে যতদিন থাকবে ততদিন তাকে বেতনভোগী ভৃত্যের মত গণ্য করতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 তাহাতে তাহার বিক্রয়-বৎসর অবধি যোবেল বৎসর পর্য্যন্ত ক্রেতার সহিত হিসাব হইলে বৎসরের সংখ্যানুসারে তাহার মূল্য হইবে; উহার কাছে তাহার থাকিবার সময় বেতনজীবীর দিনের ন্যায় হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল50 “তোমরা কেমনভাবে মূল্য ইস্রায়েলেচাই করবে? বিদেশীর কাছে তার নিজেকে বিক্রি করার সময়ের বছরগুলি থেকে পরের জুবিলী বছর পর্যন্ত তোমরা অবশ্যই গণনা করবে। মূল্য ঠিক করতে তোমরা সংখ্যাটা ব্যবহার করবে। কারণ প্রকৃতপক্ষে লোকটি কয়েক বছরের জন্য তাকে ‘ভাড়া’ করেছিল। অধ্যায় দেখুন |