লেবীয় পুস্তক 25:47 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী47 আর যদি তোমাদের মধ্যে কোন বিদেশী কিংবা প্রবাসী ধনবান হয় এবং তার কাছাকাছি তোমার ভাই গরিব হয়ে যদি তোমার কাছাকাছি প্রবাসী, বিদেশী কিংবা বিদেশীয় গোত্রের কোনো লোকের কাছে নিজেকে বিক্রয় করে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 আর যদি তোমাদের মধ্যে কোন বিদেশী কিংবা প্রবাসী ধনবান হয় এবং তার নিকটবর্তী তোমার ভাই দরিদ্র হয়ে যদি তোমার সহবর্তী প্রবাসী, বিদেশী কিংবা বিদেশী গোত্রস্থ কোন লোকের কাছে নিজেকে বিক্রি করে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 “ ‘তোমাদের মাঝে বসবাসকারী কোনো বিদেশি যদি ধনী হয় এবং তোমাদের কোনো একজন ইস্রায়েলী দেশবাসী দরিদ্র হয় ও সেই বিদেশির অথবা প্রবাসীগোষ্ঠীর কোনো এক সদস্যের কাছে নিজেকে বিক্রি করে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 তোমাদের সঙ্গে বসবাসকারী কোন ভিন্নজাতির মানুষ বা প্রবাসী কেউ যদি ধনবান হয় এবং তার প্রতিবেশী তোমার স্বজাতীয় কোন ভাই যদি দারিদ্রবশতঃ নিজেকে সেই ভিন্নজাতি বা প্রবাসী ব্যক্তি বা তার পরিবারের কোন লোকের কাছে বিক্রি করে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 আর যদি তোমাদের মধ্যে কোন বিদেশী কিম্বা প্রবাসী ধনবান্ হয়, এবং তাহার নিকটবর্ত্তী তোমার ভ্রাতা দরিদ্র হইয়া যদি তোমার সহবর্ত্তী প্রবাসী, বিদেশী কিম্বা বিদেশীয় গোত্রস্থ কোন লোকের কাছে আপনাকে বিক্রয় করে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল47 “তোমাদের মধ্যে থেকে কোন বিদেশী বা দর্শনার্থী ধনী হতে পারে। অন্যদিকে তোমাদের দেশের এক ব্যক্তি গরীব হয়ে যেতে পারে এবং নিজেকে দাস হিসেবে তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীর কাছে বা বিদেশীদের পরিবারের কোন সদস্যর কাছে নিজেকে বিক্রি করতে পারে। অধ্যায় দেখুন |