লেবীয় পুস্তক 25:41 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 পরে সে নিজের সন্তানদের সঙ্গে তোমার কাছ থেকে মুক্ত হয়ে নিজের বংশের কাছে ফিরে যাবে ও নিজের পৈতৃক অধিকারে ফিরে যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 পরে সে তার আপন সন্তানদের সঙ্গে তোমার কাছ থেকে মুক্ত হয়ে নিজের গোষ্ঠীর কাছে ফিরে যাবে ও তার পৈতৃক অধিকারে ফিরে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 পরে সে ও তার সন্তানেরা মুক্ত হবে এবং সে তার গোষ্ঠীতে ও তার পিতৃপুরুষদের অধিকারে ফিরে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 তারপর সে তার পুত্রকন্যাসহ তোমার কাছ থেকে মুক্ত হয়ে নিজের বাড়িতে ফিরে যাবে এবং তার পৈতৃক সম্পত্তি ফিরে পাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 পরে সে আপন সন্তানগণের সহিত তোমার নিকট হইতে মুক্ত হইয়া আপন গোষ্ঠীর কাছে ফিরিয়া যাইবে, ও আপন পৈতৃক অধিকারে ফিরিয়া যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 তারপর সে তোমাদের ছেড়ে তার সন্তান-সন্ততিদের নিয়ে নিজের পরিবারে এবং তার পূর্বপুরুষদের সম্পত্তিতে ফিরতে পারে। অধ্যায় দেখুন |