লেবীয় পুস্তক 25:37 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 তুমি সুদের জন্য তাকে টাকা দেবে না ও বৃদ্ধির জন্য তাকে অন্ন দেবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 তুমি সুদের জন্য তাকে টাকা ও লাভের জন্য তাকে খাদ্য দেবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 সুদ গ্রহণের শর্তে তুমি তাকে অর্থ ধার দিতে পারবে না, অথবা লাভের আশায় তার কাছে খাদ্য বিক্রি করবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 তুমি তাকে সুদে টাকা ধার দেবে না বা খাদ্যশস্যের জন্য অতিরিক্ত কিছু আদায় করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 তুমি সুদের জন্য তাহাকে টাকা দিবে না, ও বৃদ্ধির জন্য তাহাকে অন্ন দিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 তাকে ধার দিয়েছ এমন অর্থের উপর কোন সুদ তার কাছ থেকে লাভ করার চেষ্টা করো না। অধ্যায় দেখুন |