লেবীয় পুস্তক 25:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 ছয় বছর তুমি নিজের জমিতে বীজ বপন করবে, ছয় বছর নিজের আঙ্গুরফল পাড়বে ও তার ফল সংগ্রহ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 ছয় বছর কাল তুমি তার ক্ষেতে বীজ বপন করবে, ছয় বছর কাল তার আঙ্গুরলতা ছেঁটে দেবে ও তার ফল সংগ্রহ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 ছয় বছর ধরে তোমরা ক্ষেতে বীজবপন করবে এবং ছয় বছর ধরে দ্রাক্ষাক্ষেতের অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটবে ও দ্রাক্ষাফল সংগ্রহ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ছয় বছর তোমরা নিজেদের জমিতে বীজ বপন করবে এবং আঙুর লতা ছাঁটবে ও তার ফল সংগ্রহ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 ছয় বৎসর কাল তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিবে, ছয় বৎসর কাল আপন দ্রাক্ষালতা ঝুড়িবে, ও তাহার ফল সংগ্রহ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তোমরা ছ’বছর ধরে তোমাদের জমিতে বীজ বপন করবে, তোমাদের দ্রাক্ষা ক্ষেতগুলিতে গাছগুলিকে ছ’বছর ছাঁটবে এবং ফল নিয়ে আসবে। অধ্যায় দেখুন |