লেবীয় পুস্তক 25:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আর তোমরা নিজেদের অধিকার করা দেশের সব জমি মুক্ত করতে দিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তোমরা তোমাদের অধিকৃত দেশের সর্বত্র বিক্রি করা ভূমি পুনরুদ্ধার করতে সুযোগ দিও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 সারা দেশে তোমরা যে ভূমির অধিকারী হয়েছ, তা মুক্ত করতে তোমরা অবশ্যই সুযোগ দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তোমাদের অধিকৃত দেশের সর্বত্র বিক্রীত জমি পুনরুদ্ধারের সুযোগ দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তোমরা আপনাদের অধিকৃত দেশের সর্ব্বত্র ভূমি মুক্ত করিতে দিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 বিক্রি হলেও জমির পুরানো মালিক যেন তা আবার কিনে নিতে পারে। এই প্রথা যেন দেশে থাকে। অধ্যায় দেখুন |