লেবীয় পুস্তক 24:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 প্রত্যেক পংত্তির উপরে বিশুদ্ধ ধুনো দেবে; তা সেই রুটির স্মরণ করার জন্য অংশ বলে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 প্রত্যেক সারির উপরে বিশুদ্ধ কুন্দুরু দেবে; তা সেই রুটির স্মরণ চিহ্ন হিসেবে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 এক স্মারক অংশরূপে আবার রুটি জোগাতে ও সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য দিতে প্রত্যেক সারির পাশে কিছুটা নির্মল ধূপ ঢালবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রত্যেক সারির উপর বিশুদ্ধ সুগন্ধি ধূপ ছড়িয়ে দেবে এবং এই ধূপ রুটির প্রতীকরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমানলে নিবেদিত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 প্রত্যেক পংক্তির উপরে বিশুদ্ধ কুন্দুরু দিবে; তাহা সেই রুটীর স্মরণার্থক অংশ বলিয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রতি সারিতে কুন্দুরু ঢালবে। এটা প্রভুর কাছে দেওয়া দগ্ধ নৈবেদ্য দানের স্মৃতি রক্ষায় প্রভুকে সাহায্য করবে। অধ্যায় দেখুন |