লেবীয় পুস্তক 21:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 আর সদাপ্রভু মোশিকে বললেন, তুমি হারোণের ছেলে যাজকদের কে বল, তাদেরকে বল, স্বজাতীয় মৃতের জন্য তারা কেউ অশুচি হবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর মাবুদ মূসাকে বললেন, তুমি হারুনের পুত্র ইমামদেরকে বল, আত্মীয়-স্বজনের মৃতের জন্য তারা কেউ নাপাক হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণের ছেলে যাজকদের জানাও, তাদের বলো, ‘কোনো যাজক তার কোনো মৃত আপনজনের পক্ষে আনুষ্ঠানিকভাবে যেন নিজেকে অশুচি না করে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি হারোণ বংশের পুরোহিতদের বল, তাদের জ্ঞাতিবর্গের কারও মৃত্যু হলে তাদের অশৌচ হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারোণের পুত্র যাজকগণকে কহ, তাহাদিগকে বল, স্বজাতীয় মৃতের জন্য তাহারা কেহ অশুচি হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 প্রভু মোশিকে বললেন, “হারোণের পুত্রদের অর্থাৎ যাজকদের এই বিষয়গুলি বলো: একজন যাজক অবশ্যই কোন মৃত ব্যক্তিকে স্পর্শ করে নিজেকে অশুচি করবে না। অধ্যায় দেখুন |