লেবীয় পুস্তক 18:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আর স্ত্রীর সপত্নী হবার জন্য তার বেঁচে থাকার দিনের আবরণীয় অনাবৃত করার জন্যে তার বোনকে বিয়ে কর না অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর স্ত্রীর সপত্নী হবার জন্য তার জীবনকালে সহবাস করার জন্য তার বোনকে বিয়ে করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “ ‘তোমার স্ত্রীর বোনকে এক প্রতিযোগিনী স্ত্রীরূপে গ্রহণ করবে না ও তোমার স্ত্রী জীবিত থাকাকালীন তার সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 স্ত্রী জীবিত থাকতে তার কোন ভগিনীকে স্ত্রীর সপত্নীরূপে তোমরা গ্রহণ করবে না এবং তার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর স্ত্রীর সপত্নী হইবার জন্য তাহার জীবৎকালে আবরণীয় অনাবৃত করণার্থে তাহার ভগিনীকে বিবাহ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “তোমার স্ত্রী জীবিত অবস্থায়, তুমি অবশ্যই তার বোনকে বিয়ে করবে না। এতে বোনরা পরস্পরের শত্রু হয়ে উঠবে। তোমরা অবশ্যই তোমাদের স্ত্রীর বোনের সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না। অধ্যায় দেখুন |