লেবীয় পুস্তক 18:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তোমার বাবার স্ত্রীর মেয়ের আবরণীয়, যে তোমার বাবা থেকে জন্মেছে, যে তোমার বোন, তার আবরণীয় অনাবৃত কর না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তোমার সৎবোনের ইজ্জত নষ্ট করো না, সে তোমার পিতা থেকে জন্মেছে, সে তোমার বোন, তার সঙ্গে সহবাস করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 “ ‘তোমার বাবার ঔরসে জাত মেয়ের সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার বোন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তোমার বিমাতার কন্যা তোমরা পিতার ঔরসেই জন্মগ্রহণ করেছ, তাই সে তোমার ভগিনী, তার সঙ্গে এভাবে অবৈধ সম্পর্ক স্থাপন করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তোমার বিমাতৃকন্যার আবরণীয়, যে তোমার পিতা হইতে জন্মিয়াছে, যে তোমার ভগিনী, তাহার আবরণীয় অনাবৃত করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 “যদি তোমাদের পিতা এবং তার স্ত্রীর একটি কন্যা থাকে, তাতে সে হয় তোমার বোন। তোমরা অবশ্যই তার সঙ্গে যৌন সংসর্গ করবে না। অধ্যায় দেখুন |