লেবীয় পুস্তক 16:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 তা তোমাদের বিশ্রামের জন্যে বিশ্রামদিন এবং তোমরা নিজেদের প্রাণকে দুঃখ দেবে; এটা চিরস্থায়ী বিধি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তা তোমাদের বিশ্রাম নেবার জন্য বিশ্রামবার এবং এই দিন তোমরা নিজ নিজ প্রাণকে কষ্ট দেবে; এটি চিরস্থায়ী নিয়ম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 এই দিন তোমাদের বিশ্রামের জন্য বিশ্রামদিন এবং তোমরা অবশ্যই আত্মসংযমী হবে; এটি চিরস্থায়ী বিধি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তোমাদের বিশ্রামের জন্য সেই দিন হবে কর্মবিরতির দিন। এই দিনে তোমরা উপবাস করবে। এই বিধি চিরস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তাহা তোমাদের বিশ্রামার্থক বিশ্রামদিন; এবং তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে; ইহা চিরস্থায়ী বিধি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তোমাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্রামের দিন। তোমরা অবশ্যই খাওয়া-দাওয়া করবে না। এই আইন চিরকাল চলবে। অধ্যায় দেখুন |