লেবীয় পুস্তক 16:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 কারণ সেই দিন তোমাদেরকে শুচি করার জন্যে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা যাবে; তোমরা সদাপ্রভুর সামনে নিজেদের সব পাপ থেকে শুচি হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 কেননা সেদিন তোমাদেরকে পাক-সাফ করার জন্য তোমাদের জন্য কাফ্ফারা করা যাবে; মাবুদের সম্মুখে তোমাদের সমস্ত গুনাহ্ থেকে তোমরা পাক-পবিত্র হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 কারণ ওই দিনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে, তোমরা পরিষ্কৃত হবে। পরে সদাপ্রভুর সামনে তোমরা সব পাপ থেকে শুচিশুদ্ধ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 কারণ সেই দিন তোমাদের শুচি করার জন্য প্রায়শ্চিত্ত করা হবে। প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমরা তোমাদের সকল পাপ থেকে শুচি হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 কেননা সেই দিন তোমাদিগকে শুচি করণার্থে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা যাইবে; তোমরা সদাপ্রভুর সম্মুখে আপনাদের সকল পাপ হইতে শুচি হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 কারণ এই দিনে যাজক তোমাদের পবিত্র করার জন্য তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করাবে। তখন তোমরা প্রভুর কাছে শুচি হবে। অধ্যায় দেখুন |