লেবীয় পুস্তক 13:54 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী54 তবে যাজক সেই কলঙ্কবিশিষ্ট জিনিস ধুতে আদেশ দেবে এবং আর সাত দিন তা আবদ্ধ করে রাখবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস54 তবে ইমাম সেই ছত্রাক-বিশিষ্ট দ্রব্য ধুয়ে ফেলবার হুকুম দেবে এবং আর সাত দিন তা বন্ধ করে রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ54 তাহলে সেই কলঙ্কিত জিনিস ধুয়ে নিতে তাকে আদেশ দেওয়া হবে। পরে আরও সাত দিনের জন্য সে ওই জিনিস দূরে রাখবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)54 তাহলে পুরোহিত সেই জিনিষটা ধুয়ে ফেলার নির্দেশ দেবে এবং আরও সাতদিন তা আলাদা করে রাখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)54 তবে যাজক সেই কলঙ্কবিশিষ্ট দ্রব্য ধৌত করিতে আজ্ঞা দিবে, এবং আর সাত দিন তাহা রুদ্ধ করিয়া রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 যাজক লোকেদের অবশ্যই আদেশ দেবে সেই চামড়া বা কাপড়ের টুকরো ধুয়ে ফেলতে। তারপর যাজক আরো সাত দিনের জন্য কাপড় চোপড় আলাদা করে রাখবে। অধ্যায় দেখুন |