লেবীয় পুস্তক 13:46 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী46 যত দিন তার গায়ে ঘা থাকবে, তত দিন সে অশুচি থাকবে; সে অশুচি; সে একা বাস করবে, শিবিরের বাইরে তার বাসস্থান হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 যত দিন তার শরীরে ঘা থাকবে, তত দিন সে নাপাক থাকবে; সে নাপাক; সে একাকী বাস করবে, শিবিরের বাইরে তার বাসস্থান হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 যতদিন তার ক্ষত থাকবে, তাকে অশুচি বলা হবে। সে অবশ্যই একলা থাকবে; সে অবশ্যই শিবিরের বাইরে দিন কাটাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 যতদিন তার দেহে ক্ষত থাকবে ততদিন সে অশৌচ অবস্থায় থাকবে, কারণ সে অশুচি। সে একা থাকবে এবং লোকালয়ের বাইরে তাকে বাস করতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 যত দিন তাহার গাত্রে থাকিবে, তত দিন সে অশুচি থাকিবে; সে অশুচি; সে একাকী বাস করিবে, শিবিরের বাহিরে তাহার বাসস্থান হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 যতক্ষণ তার সংক্রামক ব্যাধি থাকবে ততক্ষণ লোকটি হবে অশুচি। সে অবশ্যই একা থাকবে। তার বাড়ী অবশ্যই শিবিরের বাইরে থাকবে। অধ্যায় দেখুন |