Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 13:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

38 আর যদি কোনো পুরুষের কিংবা স্ত্রীর শরীরের চামড়ার জায়গায় দাগ অর্থাৎ সাদা দাগ হয়, তবে যাজক তা দেখবে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

38 আর যদি কোন পুরুষের কিংবা স্ত্রীর শরীরের চামড়ায় স্থানে স্থানে চক্‌চকে দাগ দেখা দেয় অর্থাৎ সাদা রংয়ের চক্‌চকে দাগ হয় তবে ইমাম তা দেখবে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

38 “যখন কোনো নর বা নারীর চামড়ায় সাদা রং দাগ দেখা যায়,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

38 যদি কোন পুরুষ বা নারীর দেহের বিভিন্ন স্থানে দাগ হয়, অর্থাৎ, সাদা দাগ দেখা দেয় তাহলে পুরোহিত তা পরীক্ষা করে দেখবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

38 আর যদি কোন পুরুষের কিম্বা স্ত্রীর শরীরের চর্ম্মে স্থানে স্থানে চিক্কণ চিহ্ন অর্থাৎ শ্বেতবর্ণ চিক্কণ চিহ্ন হয়, তবে যাজক তাহা দেখিবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

38 “যদি কোন লোমের চামড়ায় সাদা সাদা দাগ থাকে,

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 13:38
2 ক্রস রেফারেন্স  

কিন্তু তার দৃষ্টিতে যদি ছুলি না বেড়ে থাকে ও তাতে কালো লোম উঠে থাকে, তবে সেই ছুলির উপশম হয়েছে, সে শুচী; যাজক তাকে শুচি বলবে।


আর দেখ, যদি তার চামড়া থেকে বের হওয়া দাগ মলিন সাদা হয়, তবে তা চামড়ায় উৎপন্ন নির্দোষ স্ফোটক; সে শুচী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন