লেবীয় পুস্তক 13:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পরে তা যদি চামড়ায় ছড়িয়ে যায়, তবে যাজক তাকে অশুচি বলবে; ওটা ঘা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে তা যদি চামড়ায় ছড়িয়ে পরে তবে ইমাম তাকে নাপাক বলবে; সেটি ঘা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 যদি চামড়ায় দাগ প্রসারিত হতে থাকে, তাহলে যাজক তাকে অশুচি বলবে; রোগটি সংক্রামক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সেই দাগ যদি ছড়িয়ে না পড়ে, তাহলে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ সেটি ক্ষত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে তাহা যদি চর্ম্মে ব্যাপে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে; উহা ঘা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যদি চামড়ার আরও অংশে দাগ ছড়ায় তা হলে যাজক সেই লোকটিকে অবশ্যই অশুচি ঘোষণা করবে। এটা হল ঘা। অধ্যায় দেখুন |